রাজবাড়ীর সেই ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

২৩ জানুয়ারি ২০২৩, ০৯:০৬ পিএম


রাজবাড়ীর সেই ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

রাজবাড়ীতে চাঁদা না পাওয়ায় স্কুল ভবন নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর ও চাঁদাবাজির অভিযোগে শরীফুল ইসলাম হাওলাদার নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

গ্রেপ্তারকৃত শরীফুল ইসলাম হাওলাদার রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের জগদপুর গ্রামের মোতালেব হাওলাদার ওরফে মুতাই এর ছেলে। তিনি পাঁচুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। আহত ব্যবস্থাপকের নাম সৈয়দ আলী আরিফ। তিনি অমি ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক।

জানা যায়, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের সীমান্তবর্তী বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলা ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। "অমি ইন্টারন্যাশনাল" নামক ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ভবন নির্মাণের কাজ করছে। ভবন নির্মাণ কাজের শুরু থেকেই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরীফ হাওলাদার চাঁদা দাবি করে আসছিল। গতকাল রোববার (২২ জানুয়ারি) সকালে শরীফসহ ৬ জন তিনটি মোটরসাইকেলে করে সাইডে এসে অস্ত্র (পিস্তল) ঠেকিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে ৩ লাখ টাকা এবং দৈনিক ১ হাজার করে টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়াসহ এবং প্রাণে মেরে ফেলার হুমকিও প্রদান করেন।

এরপর ওই দিন বিকেলেই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক স্থানীয় পেশকার মোড় এলাকায় চায়ের দোকানে বসে চা পান করার সময় শরীফ হাওলাদার তার লোকজন নিয়ে ব্যবস্থাপক আরিফের ওপর অতর্কিত হামলা করে। এতে ব্যবস্থাপক আরিফ আহত হয়। পরে সেখানে স্থানীয় লোকজন জড়ো হলে শরীফ কৌশলে সেখান থেকে সরে যান। এ ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ অভিযুক্ত শরীফুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করে।

অমি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক সৈয়দ আলি আরিফ বলেন, নির্মাণ কাজ শুরু হবার পর থেকেই পাচুঁরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরীফুল তার দলবল নিয়ে সাইডে এসে প্রতিদিনই ঝামেলা করতো। সে ৩ লাখ টাকা চাঁদা দাবিসহ প্রতিদিন ১ হাজার টাকা তাকে দিতে হবে বলে হুমকি প্রদান করে। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকিসহ কাজ বন্ধ করে দেবার কথা বলে। গতকাল রোববার সে আমার ওপর তার দলবল নিয়ে অতর্কিত হামলা করে। এক পর্যায়ে আমি জীবন বাঁচাতে পার্শ্ববর্তী এক বাড়িতে গিয়ে আশ্রয় নেই।পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)স্বপন কুমার মজুমদার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শরীফুল ইসলাম ওরফে শরীফ হাওলাদারকে গ্রেপ্তার করে। ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সৈয়দ আলী আরিফ বাদী হয়ে রোববার রাতেই শরীফসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত শরীফকে রাজবাড়ীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি শাহীন শেখ ঢাকা পোস্টকে বলেন, ছাত্রলীগে চাঁদাবাজদের কোনো স্থান নেই।এ ঘটনার সঙ্গে শরীফুল যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মীর সামসুজ্জামান/এমএএস

Link copied