ফেনীতে যৌতুকের জন্য প্রাণ গেল গৃহবধূর

ফেনীর রামপুরে তানিয়া বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. ইউসুফকে আটক করে পুলিশ।
শনিবার (১৩ মার্চ) দুপুরে রামপুরের ১৬ নম্বর ওয়ার্ডের শাহীন একাডেমি রোডস্থ বায়তুল আমান জামে মসজিদের পাশে আবু আহম্মদের কলোনিতে এই ঘটনা ঘটে। স্বামী ইউছুফের দাবি, স্ত্রী তানিয়া পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ববালিগাঁও ইউনিয়নের আফতাববিবি এলাকার ফকির আহমেদ ছেলে ইউসুফের সঙ্গে পরশুরামের মালিপাথর এলাকার নুরু মিয়ার মেয়ে তানিয়ার বিয়ে হয়। রিকশাচালক ইউসুফের দুটি কন্যাসন্তান রয়েছে। তারা হলো আফসানা আক্তার (৩) ও জান্নাত (১)।
নিহতের মা শিরিন আক্তার অভিযোগ করে বলেন, ‘ইউসুফ যৌতুকের জন্য আমার মেয়েকে ফাঁস দিয়ে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে। বিয়ের পর থেকে ইউসুফ যৌতুকের জন্য মেয়েকে মারধর করেন। একবার মেরে পা ভেঙে দিয়েছে। যৌতুকের জন্য এর আগেও মারধর করলে তাকে ৬০ হাজার টাকা দিয়েছি।’
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ওমর হায়দার। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হোসাইন আরমান/এমএসআর