নোয়াখালীতে থেকে সিএনজি চুরি করে কুমিল্লায় বিক্রি 

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, নোয়াখালী 

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৮ পিএম


নোয়াখালীতে থেকে সিএনজি চুরি করে কুমিল্লায় বিক্রি 

নোয়াখালী থেকে সিএনজি চুরি করে কুমিল্লায় বিক্রি করা একটি চক্রের দুই হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার দু’জন হলেন- মো. শরীফ ওরফে কানা শরীফ (৪০) ও জাকির হোসেন (২৬)।  

বৃহস্পতিবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে কুমিল্লা সদর মডেল থানার ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে কোম্পানীগঞ্জ থানা এলাকায় বেশ কিছু সিএনজি অটোরিকশা চুরি হয়। এসব ঘটনায় সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের সম্পৃক্ততা পায় পুলিশ। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আসামি শরীফের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে এবং জাকির হোসেনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। আমরা দুই গডফাদারকে ধরেছি। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

হাসিব আল আমিন/এনএফ

Link copied