দেশে নতুন শক্তিশালী মাদক ‘এমডিএমবি’ জব্দ; গ্রেপ্তার চক্রের সদস্যরা

দেশে প্রথমবারের মতো অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক নতুন ধরনের মাদক ‘এমডিএমবি’র একটি বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসি জানায়, বিশেষ কৌশলে ভেপ ও ই-সিগারেটের ভেতরে গোপনে এই মাদক সরবরাহ করা হচ্ছিল বলে জানা গেছে। মালয়েশিয়া থেকে সংগ্রহ করা এই মাদকের মূল হোতাসহ চক্রের সব সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএনসির ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত আগামীকাল (শুক্রবার) সকালে ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এ বিষয়ে বিস্তারিত বলবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।
এমএসি/বিআরইউ