ফরেস্ট অফিস চত্বরে ঘুরছে ৩ বাঘ, আতঙ্কে বনরক্ষীরা

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক, খুলনা  

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩১ এএম


ফরেস্ট অফিস চত্বরে ঘুরছে ৩ বাঘ, আতঙ্কে বনরক্ষীরা

সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস চত্বরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তিনটি বাঘ। সেখানে দায়িত্বরত বনরক্ষীরা দুটি বাঘের ছবি তুলেছেন। তবে বার বার বাঘ ঘোরাঘুরি করায় চান্দেশ্বর ফরেস্ট অফিসে দায়িত্বে থাকা পাঁচ বনরক্ষীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তিনটি বাঘ আমাদের অফিস চত্বরে ঢুকে পড়ে। পরে শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত বাঘগুলো অফিসের আশপাশে ঘোরাঘুরি করে। বাঘগুলোকে আমরা কয়েকবার দেখেছি। বাঘগুলো এখনো অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করছে। আমরাও সতর্ক অবস্থানে থেকে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করছি।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো, সামসুল আরেফীন জানান, এই সময়টা বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো এভাবে চলাচল করছে। তাদের কোনো ধরনের ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

মোহাম্মদ মিলন/আরএআর

Link copied