ভুট্টাখেতে মিলল নিখোঁজ কলেজছাত্রের মরদেহ 

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, বগুড়া

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৮ পিএম


ভুট্টাখেতে মিলল নিখোঁজ কলেজছাত্রের মরদেহ 

নিখোঁজের একদিন পর শাহরিয়ার ইসলাম রিয়াজের (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার হয়।

রিয়াজ আমরুল ইউনিয়নের পরানবাড়িয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে এবং শেরপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াজের মামা আব্দুল হামিদ জানান, শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বাসা থেকে বের হয় রিয়াজ। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় আজ রোববার সকালে শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রিয়াজের মা। পরে বিকেলেই তার মরদেহ পাওয়া যায়।

ওসি আব্দুল কাদের জিলানী বলেন, মরদেহের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে অন্য কোনো এলাকায় হত্যার পর ঘাতকরা রিয়াজের মরদেহ ভুট্টাখেতে ফেলে যায়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আলমগীর হোসেন/এমজেইউ

Link copied