দক্ষিণখানে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

রাজধানীর দক্ষিণখান আশকোনা এলাকায় মো. শাহজাহান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি গাড়ি বেচাকেনা ও জমি বেচাকেনা করতেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে আশকোনার তালতলা নাদ্দা পাড়া রূপালী গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মাহফুজুর রহমান জানান, বেশ কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে হত্যা করে। পরে ওই দুর্বৃত্তরা একটি চাপাতি ও একটি ক্যাপ ফেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, নিহত শাহজাহানকে সবাই ওই এলাকায় ডিলার শাহজাহান নামে চিনতেন। তিনি গাড়ি বেচাকেনা ও জমি বেচাকেনার ব্যবসা করতেন। তিনি আশকোনার ডিলার বাড়িতে থাকতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তবে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, প্রাথমিকভাবে সেটি জানতে পারেননি।
হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।
তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। হত্যার কারণ বা কারা হত্যা করেছে, সে সম্পর্কে এখনো কিছু জানতে পারিনি। আমরা এটা নিয়ে কাজ করছি।
এসএএ/এমজে