রেস্তোরাঁ ম্যানেজারকে হত্যা : ছেলেসহ ভবন মালিক রিমান্ডে

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় গুলিতে রেস্তোরাঁর ম্যানেজার নিহতের ঘটনায় অভিযুক্ত আজহার তালুকদার ও তার ছেলে আরিফুল হক তালুকদারকে দুই দিনের রিমান্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
একইসঙ্গে রেস্তোরাঁয় গুলির ঘটনায় রেস্তোরাঁর ম্যানেজার মো. কাজল জামান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যওয়ায় মামলাটি হত্যা মামলা হিসেবে আবেদন গ্রহণ করেন আদালত।
আদালত পুলিশের পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : না.গঞ্জে জমির মালিকের গুলিতে আহত রেস্টুরেন্ট ম্যানেজারের মৃত্যু
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অঞ্জন দাস বলেন, নগরীর চাষাঢ়ায় ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁয় গুলি বর্ষণের ঘটনায় পুলিশ অভিযুক্ত আজহার তালুকদার ও তার ছেলে আরিফুল হক তালুকদারকে আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই সঙ্গে আদালত মামলাটিকে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে হত্যা মামলা হিসেবে গ্রহণ করেন।
প্রসঙ্গত, শহরের চাষাঢ়ায় আঙ্গুরা শপিং কমপ্লেক্সের নিচতলা ও দোতলা একাংশ কমপ্লেক্সের মালিক আজহার তালুকদারের কাছ থেকে ভাড়া দেন শুক্কুর আলী। সেখানে ‘সুলতান ভাই কাচ্চি’ নামের একটি রেস্তোরাঁ দিয়েছেন তিনি। কয়েক দিন ধরে বিদ্যুৎ বিল ও পানির লাইন নিয়ে শপিং কমপ্লেক্সের মালিক আজহারের সঙ্গে রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী ও ম্যানেজার মো. কাজল জামানের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত রোববার রাতে শফিফুর রহমানের সঙ্গে আজহারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আজহার উত্তেজিত হয়ে শপিং কমপ্লেক্সের বাসা থেকে পিস্তল ও শটগান নিয়ে এসে বেশ কয়েকটি গুলি ছোড়েন। এতে কাজল জামানসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে শফিফুর রহমানের মৃত্যু হয়।
আবির শিকদার/এমজেইউ