সম্মেলনের এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল সিরাজগঞ্জ জেলা আ.লীগ

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৮ পিএম


সম্মেলনের এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল সিরাজগঞ্জ জেলা আ.লীগ

সম্মেলনের এক বছর পর আগামী তিন বছরের (২০২২-২০২৫ সালের) জন্য সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত রোববার  (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির অনুমোদন সাপেক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি পত্রে আগামী তিন বছরের জন্য সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানকে সভাপতি ও আব্দুস সামাদ তালুকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

দীর্ঘ দিন অপেক্ষার পর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হওয়ায় উচ্ছ্বসিত ও আনন্দিত নেতাকর্মীরা।

অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, অ্যাডভোকেট আব্দুর রহমান, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, আব্দুল বারী সেখ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল খান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান রানা, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভুইয়া, অ্যাডভোকেট আব্দুল হামিদ সরকার, বদরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন, ফরিদ আহমেদ চৌধুরী পিয়ার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গাজী আমিনুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির তালুকদার, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রজব আলী সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আহসান হাবীব এহসান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার সিকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল তারা, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী সেলিনা পারভীন পান্না, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী সোহরাব আলী সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক নাসিমুর রহমান নাসিম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান দিলু, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কুদ্দুস (শিল্পী), স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কল্পনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ দানিউল হক মোল্লা, ইমরুল সিরাজী তপন, অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন, উপ-দপ্তর সম্পাদক মহসীন খান রানা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক স ম দুলাল রায়হান, কোষাধ্যক্ষ আজিজুল হক তালুকদার।

এছাড়াও সদস্য হিসেবে কমিটিতে রয়েছে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু, সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, সংসদ সদস্য  অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সংসদ সদস্য তানভীর ইমাম, সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল, শাহাব উদ্দিন, আব্দুল বারী তালুকদার, শামসুজ্জামান আলো, বীর মুক্তিযোদ্ধা হাসান খসরু খান, হালিমুল হক মিরু, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু, অ্যাডভোকেট আব্দুল আলিম খান জুয়েল, রফিকুল ইসলাম রনি, হাসি মির্জা, রিয়াজ উদ্দিন, জাহাঙ্গীর আলম তালুকদার, অ্যাডভোকেট রেজাউল বারী রন্টু, মো. ফজলুর রহমান খান ফজলু, জিহাদ আল ইসলাম, রাশেদ ইউসুফ জুয়েল, নাজমুল হুদা মিঠু, কে এ মনোয়ার হোসেন বিপুল, বিপুল সিংহ, হাজী নিজাম উদ্দিন, সাখাওয়াত হোসেন সুইট, অংকুরজিত সাহা নব, সওকত হোসেন সাকার, লিয়াকত হোসেন লিকু, ইলিয়াস আহম্মেদ, রফিকুল ইসলাম হিরা, ড. মিঠুন মোস্তাফিজ ও ড. কে এম আব্দুল মমিন সিরাজী।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, মোস্তাফিজুর রহমান বিএসসি, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী, ডা. আব্দুর রশিদ, সাইদুর রহমান মাস্টার, হযরত আলী মাস্টার, অ্যাডভোকেট আব্দুল খালেক, অ্যাডভোকেট শ্রী রঞ্জিত কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহিদ হোসেন, মো. সোলায়মান, রফিকুল আলম খান, জিল্লুর রহমান সরকার, জয়নাল আবদীন রোজ, মো. ইয়াছিন আলী, অ্যাডভোকেট গোলাম হায়দার, আফরোজা বেগম লিলি, ডা. জহুরুল হক রাজা, আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট ইমরুল হাসান তালুকদার ইমন, মো. মজিবুর রহমান, অধ্যাপক রেজাউল করিম, আবুল কালাম আজাদ, অধ্যাপক হানিফ উদ্দিন সরকার, ডা. আব্দুর রাজ্জাক আলম, অধ্যাপক আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট সওকত আলী সেলিম, ডা. মুজিবুর রহমান। 

শুভ কুমার ঘোষ/আরএআর

Link copied