খুলনায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৫ পিএম


খুলনায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

খুলনা মহানগরীর খা‌লিশপুরে শেখ আজিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জ‌রিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ বিষয়টি নি‌শ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- শেখ ম‌শিউর ওরফে ম‌শি, মো. আসলাম হোসেন লিটন, মো. সুইট, আশরাফুল, মো. স‌হিদ ও মো. মিন্টু।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে আজিজুল ইসলামকে খালিশপুরের নয়াবটিতে তৈয়েবের মোড়ে একা পেয়ে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই শেখ জালাল উদ্দিন রাজু বাদী হয়ে থানায় আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। 

২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রহমান ছয় আসামির নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মো. মিলন/আরএআর

Link copied