ইউএনওর মাথা ফাটালেন গ্রামবাসী

চুয়াডাঙ্গার জীবননগরে বিক্ষুব্ধ গ্রামবাসীর হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মুনিম লিংকন আহত হয়েছেন। এ সময় হাসাদাহ ইউপির চেয়ারম্যান রবিউল হক বিশ্বাস ও ভূমি অফিসের সার্ভেয়ার ইকতিয়ার হোসেন আহত হন।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কাটাপোল গ্রামে ঘটনাটি ঘটে। এর আগে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মঈদুল ইসলাম (৩৫) নামে একজন বাইসাইকেল আরোহী নিহত হয়।
এ ঘটনায় পরিদর্শনে গেলে উত্তেজিত জনতা ইউএনও এসএম মুনিম লিংকন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক বিশ্বাস ও জীবননগর ভূমি অফিসের সার্ভেয়ার ইকতিয়ার হোসেনের ওপর চড়াও হয়।
এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসীর হামলায় ইউএনও এসএম মুনিম নিংকনের মাথা ফেটে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহত অবস্থায় ইউএনও এসএম মুনিম লিংকনকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কাটাপোল গ্রামের বিভিন্ন মাঠ থেকে অনুমোদনহীনভাবে মাটি ও বালু উত্তোলন করে ইটভাটায় বিক্রি করছে একটি মহল। প্রতিদিন অর্ধশত ট্রাক্টর ওই রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করে। এ নিয়ে এলাকাবাসী চরম বিক্ষুব্ধ ছিলেন।
তারা আরও বলেন, মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা-বাথানগাছি গ্রামের মঈদুল ইসলাম শিশুসন্তান রাসেল ও স্ত্রীকে নিয়ে বাইসাইকেলযোগে শ্বশুরবাড়ি জীবননগরের নতুন চাকলা গ্রামে যাচ্ছিলেন। কাটাপোল গ্রামে দক্ষিণ পাড়ায় তারা পৌঁছালে ট্রাক্টরের ধাক্কায় মঈদুল ইসলাম মারা যায়। ছেলে রাসেলের হাত-পা ভেঙে যায়। রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী সড়ক অবরোধ করে রাখেন।
হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন কয়েক শতাধিক মানুষ নিহতের মরদেহ ঘিরে সড়ক অবরোধ করে রাখেন। আমি ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা গালিগালাজ করতে থাকে। পরে ইউএনও ঘটনাস্থলে আসার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে রাখেন।
এ সময় তিনি প্রাণ বাঁচাতে দৌড় দিলে বিক্ষুব্ধ লোকজন ইউএনওকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে তার মাথা ফেটে যায়। হামলায় আমি ও জীবননগর ভূমি অফিসের সার্ভেয়ার ইকতিয়ার হোসেন আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সেলিনা আখতার সুমি জানান, ইটের আঘাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের মাথা ফেটে গেছে। তবে তিনি শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ইউএনও লিংকন ঘটনাস্থলে পৌঁছানোর আগে আমি বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করার চেষ্টা করি। এ সময় ইউএনও গাড়ি থেকে নামার পরই উত্তেজিত লোকজন তার উপর হামলা চালান। তিনি সামান্য আহত হয়েছেন।
ইউএনও এসএম মুনিম লিংকন জানান, ঘটনাস্থলে যাওয়ার পর কয়েক শ বিক্ষুব্ধ গ্রামবাসী আমাকে ঘিরে ধরেন। একপর্যায়ে তারা আমার ওপর হামলা চালায়। আমি প্রাণ বাঁচতে দৌড় দিলে বিক্ষুব্ধরা আমাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ শুরু করে। এ সময় একটা ইট আমার মাথায় লাগে। পরে আমি পার্শ্ববর্তী জমির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেই। তারা ওই বাড়িতেও হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আফজালুল হক/এমএসআর