শীতলক্ষ্যায় মুদি পণ্যসহ ট্রলারডুবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে চালকের গাফলতিতে ২০ লাখ টাকার মুদি পণ্যসহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। সোমবার (১৫) রাত ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার বাজারঘাটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, গত সোমবার সন্ধ্যায় নরসিংদী এলাকার সবুজ মিয়াসহ ৮ মুদি ব্যবসায়ী নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে নিত্যপ্রয়োজনীয় মালামাল ক্রয় করে শীতলক্ষ্যা দিয়ে ট্রলারে করে নরসিংদীতে যাচ্ছিলেন। এ সময় রাত বেশি হওয়ায় কাঞ্চন বাজারঘাটে ট্রলারটি নোঙর করে রাখা হয়।
এদিকে চালকের গাফিলতিতে মালামালবোঝাই ট্রলার একপাশ কাত হয়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা প্রায় ৫০০ বস্তা মুদি পণ্য ডুবে যায়। পরে ট্রলারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় মালামাল ও ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী সবুজ মিয়া বলেন, তার মুদি মালমাল পানিতে ডুবে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ আলম বলেন, শীতলক্ষ্যার কাঞ্চন বাজারঘাটে ট্রলারডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মাহবুবুর রহমান ভূঁইয়া/এমএসআর