ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

০৮ মার্চ ২০২৩, ০৫:১০ পিএম


ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ মার্চ) সকালে প্রেসক্লাব চত্বরে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে ক্লাব মিলনায়তনে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, ওয়াকার্স পার্টির জেলা সভাপতি সুজিত বর্মণ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি আতাউল করিম খোকন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা সাধারণ সম্পাদক ডা. এইচ এ গোলন্দাজ তারা, ময়মনসিংহ বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আ. হরিশংকর দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, সাবেক সহকারী পুলিশ সুপার মো. শফিক উল্লাহ, ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি মোশাররফ হোসেন ও ইমামউদ্দিন মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ বক্তব্য দেন।

dhakapost

এরপর রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, উপজেলা পর্যায়ের প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে ‘বর্তমান সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইজে) সভাপতি ওমর ফারুক। জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাংবাদিক নেতা ও টিভি টুডের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, বিএফইজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল প্রমুখ।

উবায়দুল হক/এমজেইউ

Link copied