বিনোদপুরে সংঘর্ষ : আহতের মধ্যে ১৮ জন এখনও রামেকে ভর্তি

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী

১৩ মার্চ ২০২৩, ১২:০৭ এএম


বিনোদপুরে সংঘর্ষ : আহতের মধ্যে ১৮ জন এখনও রামেকে ভর্তি

স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত ৭৮ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থীরা। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে আইসিইউতে এক শিক্ষার্থীসহ হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১২ মার্চ) রাত পৌনে ১১টার দিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় হাসপাতালে কয়েক দফায় ৯৬ জন ভর্তি হয়। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে। তার মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে ফিরেছে ৭৮ জন। আর ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে একজন আইসিইউতে রয়েছে।

শনিবার (১১ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। এরমধ্যে কয়েক দফায় ৯৬ জনকে রামেক হাসপাতালে ভর্তি হয়। এছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আশিক/এসএম

টাইমলাইন

Link copied