শিশুকে ধর্ষণের পর হত্যা, কিশোরসহ গ্রেপ্তার ২

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

২১ মার্চ ২০২৩, ০৮:২৯ পিএম


শিশুকে ধর্ষণের পর হত্যা, কিশোরসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মাদরাসা পড়ুয়া এক শিশুকে (১১) পালাক্রমে ধর্ষণের পর হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত এক কিশোরসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা।  

পুলিশ সুপার জানান, গত ১৮ মার্চ ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামে মাদরাসা পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ নেতাই নদীতে ফেলে পালিয়ে যায় খুনিরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে জানিয়ে পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা বলেন, ঘটনার দিন সন্ধ্যায় কৌশলে ওই মাদরাসা শিক্ষার্থীকে বাড়ির পাশের কলা বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এক কিশোর (১৫) ও অপর আসামি ইউসুফ আলী (২০)। পরে ঘটনাটি প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তারা ওই শিক্ষার্থীকে গলা টিপে হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। 

উবায়দুল হক/আরএআর

Link copied