পিকআপে উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচি, ২২ কিশোর আটক

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, ভোলা

২২ মার্চ ২০২৩, ০৪:২৯ পিএম


পিকআপে উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচি, ২২ কিশোর আটক

ভোলার বোরহানউদ্দিনে পিকআপ ভ্যানে উচ্চস্বরে গান বাজিয়ে ঘোরাঘুরির সময় ২২ কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন।

তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশে আটককৃতদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। পরে মুচলেকা নিয়ে তাদেরকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।  আটক পিকআপ গাড়ির মালিকের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়েছে।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জনসাধারণের বিরক্তি সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। যারা জনসাধারণের বিরক্তি সৃষ্টি করে বা স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা পুলিশের সকল ইউনিটের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। 

আরএআর

Link copied