স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, চাঁদপুর 

২৬ মার্চ ২০২৩, ০৭:২৪ এএম


স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতার ৫৩তম বার্ষিকীতে বীর শহীদদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রোববার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে চাঁদপুর অঙ্গীকার পাদদেশে ফুল দিয়ে তিনি এই শ্রদ্ধা জানান।

এছাড়া জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ ক্লাব নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক এবং অন্যান্য সংগঠনের নেতারা ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান।

আনোয়ারুল হক/এমজেইউ 

Link copied