গোসলে নেমে প্রাণ গেল মামা-ভাগনের

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, পিরোজপুর

২৯ মার্চ ২০২৩, ০৭:০৭ পিএম


গোসলে নেমে প্রাণ গেল মামা-ভাগনের

পিরোজপুরের ভান্ডারিয়ায় পানিতে ডুবে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার তেলাখালী ইউনিয়নের বর্ডার ব্রিজ খালে এ দুর্ঘটনা ঘটে।

ভান্ডারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ (১১) এবং ঢাকার উত্তর বাড্ডা এলাকার ওসমান গণির ছেলে মো. হাসিবুল (১০)। তারা সম্পর্কে মামা ও ভাগনে।

নিহতদের আত্মীয় মিনারা বেগম জানান, ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামে নানা বাড়িতে কয়েক দিন আগে ঢাকা থেকে বেড়াতে আসে হাসিবুল। আজ দুপুরে হাসিবুল তার মামা নুর মোহাম্মদের সঙ্গে গোসল করার জন্য বর্ডার ব্রিজ খালে যায়। অনেক সময় পরও বাড়িতে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করার পর খালের পাড়ে ঘাটের পানির নিচ থেকে তাদের দুইজনকে উদ্ধার করে। পরে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত তাদের মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো. আবীর হাসান/এমজেইউ

Link copied