জনপ্রিয় আলেম ও পীর জুলফিকার আহমদ নকশবন্দির ইন্তেকাল

নকশবন্দি তরিকার খ্যাতিমান আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও পাকিস্তানের জনপ্রিয় আলেম পীর মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
পীর মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দির সঙ্গে দেশ-বিদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের আধ্যাত্মিক সম্পর্ক ছিল। তাদের মধ্যে পাকিস্তানের প্রভাবশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতা, জমিয়ত উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানও রয়েছেন। বাংলাদেশেও তার ভক্ত ও শুভাকাঙ্খী রয়েছেন। বাংলা ভাষায় তার অসংখ্য গ্রন্থ অনুবাদ করা হয়েছে।
তিনি ১৯৫৩ সালের ১ এপ্রিল পাকিস্তানের ঝং শহরে জন্মগ্রহণ করেন। জীবনের পুরো সময় তিনি ইসলাম প্রচার ও প্রসারে নিবেদিত ছিলেন। বিশেষভাবে তাসাউফ, শরিয়ত ও সুলুকের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং মানুষকে দ্বীনের প্রকৃত বার্তার সঙ্গে পরিচিত করানো ছিল তার জীবনের মূল লক্ষ্য।
তার চিন্তাধারা, বয়ান, গ্রন্থ ও আধ্যাত্মিক সাধনা অসংখ্য মানুষের জীবনে হেদায়াত ও আলোর পথ দেখিয়েছে। তার ইন্তেকালে ধর্মীয় ও আধ্যাত্মিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তার ইন্তেকালে শোক জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় দায়ী আলেম মাওলানা তারিক জামিল। তিনি বলেছেন, পীর মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দির ইন্তেকালের খবরে আমি শোকাহত। তিনি পুরো জীবন ইসলামের খেদমতে ব্যয় করেছেন। তার ইন্তেকালে অপূরণীয় ক্ষতি হয়েছে। আল্লাহ তায়ালা তাতে মাগফিরাত দান করুন।
সূত্র : এক্সপ্রেস নিউজ
এনটি