বিএনপি গণতন্ত্রের নামে নাশকতা সৃষ্টি করে : শাজাহান খান

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, মাদারীপুর 

৩১ মার্চ ২০২৩, ০৪:২১ পিএম


বিএনপি গণতন্ত্রের নামে নাশকতা সৃষ্টি করে : শাজাহান খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি আন্দোলনের নামে ২০১৩, ১৪ ও ১৫ সালে হত্যাযজ্ঞ চালিয়েছে। এ দেশে যত হত্যা খুনের অপকর্ম সবই বিএনপির দ্বারা। তারা কোন মুখে অন্যের ঘাড়ে দোষ চাপায়। তাদের বর্তমানে যে আন্দোলনের ধারা এ ধারাকে আমরা সাধুবাদ জানাই। তবে তারা যে আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি করে মানুষকে হত্যা করবে, সেটা কখনোই ভালো না।

শুক্রবার (৩১ মার্চ) সকালে শহরের লেকপাড়ের পুরাতন ট্রেজারি ভবনে মাদারীপুর মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে  সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, হত্যা আর রক্তের মধ্য দিয়ে বিএনপির সৃষ্টি, এদের নেতাকর্মীদের মুখে গুম, খুনের কথা মানায় না। দেশে গুম ও হত্যার সংস্কৃতি শুরু করেছে বিএনপি। তারা মানুষকে হত্যা করে গণতন্ত্রের কথা বলে, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপি গণতন্ত্রের নামে নাশকতা সৃষ্টি করে। 

জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্হাপনা বিভাগ) মো. নাজমুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপরাধ) মো. মনিরুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম  প্রমুখ উপস্থিত ছিলেন। 

রাকিব হাসান/আরএআর

Link copied