পাখির বাসা নিয়ে ২ ভাইয়ের ঝগড়া, মিলল শিশুর ঝুলন্ত মরদেহ

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, ভোলা 

০১ এপ্রিল ২০২৩, ০৮:১২ এএম


পাখির বাসা নিয়ে ২ ভাইয়ের ঝগড়া, মিলল শিশুর ঝুলন্ত মরদেহ

ভোলার চরফ্যাশন উপজেলায় গলায় ফাঁস দিয়ে মো. হাসনাইন (১২) নামে এক শিশু আত্মহত্যা করেছে। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার দুলার হাট থানা সংলগ্ন নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  

পাখির বাসা নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়ায় শিশুটি অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মৃত হাসনাইন ওই ওয়ার্ডের মো. শাহাবুদ্দিনের ছেলে এবং দুলার হাট মহিলা দাখিল মাদরাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

দুলার হাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হাসনাইনের ছোট ভাই ইয়ামিনের সঙ্গে তার টুনটুনি পাখির বাসা নিয়ে ঝগড়ার হয়। এ সময় তার মা তাকে শাসন করেন। এর কিছুক্ষণ পরেই ইয়ামিন দেখতে পান তাদের বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে হাসনাইনের ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে দুলার হাট থানায় নিয়ে যায়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়।


আরকে 

Link copied