ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর মুখে বিষ ঢেলে দেন স্ত্রী

সাভারের আশুলিয়ায় আতিয়ার রহমান (৫১) হত্যাকাণ্ডের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন।
গ্রেপ্তাররা হলেন- মোছা. দুলালী বেগম (৪৫) ও মো. সজিব মিয়া (২৩)। দুলালী বেগম আতিয়ারের স্ত্রী ও সজিব তার সন্তান। তারা সবাই আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করতেন।
র্যাব জানায়, গত ২২ মার্চ আশুলিয়ার জামগড়ার রুপায়ন মাঠে হাত-পা বাঁধা অজ্ঞাত একটি মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত আতিয়ার রহমান রংপুর জেলার গঙ্গাচড়া থানার উত্তর খলেয়ার হাজিপাড়া গ্রামের বাসিন্দা বলে পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে আজ অভিযান পরিচালনা করে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
আসামিদের বরাত দিয়ে র্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন বলেন, আতিয়ার রহমান তার পরিবারসহ আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ এলাকায় বসবাস করতেন। তিনি একজন প্রাইভেটকার চালক। তিনি জুয়ায় আসক্ত হয়ে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন। ঘটনার দিন আতিয়ার জুয়া খেলে টাকা হারিয়ে আবার তার স্ত্রীর কাছে গিয়ে টাকা দাবি করেন। টাকা না দিলে স্ত্রী দুলালী বেগমকে মারধর করেন। পরে আতিয়ারকে ঘুমের ওষুধ খাওয়ান স্ত্রী। ঘুমিয়ে পড়লে হাত-পা বেধে তার মুখে বিষ ঢেলে দেন দুলালী। পরে গলা চেপে ধরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনা ছেলে সজিবকে জানালে তারা দুইজন মিলে মরদেহ জামগড়ার রূপায়ন মাঠে ফেলে দেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাহিদুল মাহিদ/আরএআর