মহাসড়কে এ বছর যানজট হবে না : ডিআইজি

ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, এ বছর ঈদ যাত্রায় নির্বিঘ্নে পরিবহন চলাচল করবে। ফিটনেসবিহীন ও লাইসেন্স ছাড়া মহাসড়কে কোনো পরিবহন চলাচল করতে পারবে না। এটা কঠোরভাবে কার্যক্রর করা হয়েছে। ইতোমধ্যে ফিটনেসবিহীন গাড়িগুলো ডাম্পিংয়ে নেওয়া হয়েছে। মহাসড়কে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা কাজ করছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে তিনি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ডিআইজি বলেন, মহাসড়কে যানজট নিরসনে একাধিকবার মিটিং করা হয়েছিল। এ বছর যারা ঘরমুখী মানুষ রয়েছে তারা যেন কোনো ঝামেলা ছাড়াই বাড়ি পৌঁছাতে পারে এবং পুনরায় কর্মস্থলে ফিরতে পারে। সড়কে প্রচুর যানজট, দুর্ঘটনা, ছিনতাইয়ের মতো ঘটনাগুলো নিয়ে আমরা একটি উদ্যোগ হাতে নিয়েছি। অফিস আদালত ও গার্মেন্টসে যারা কাজ করে তারা গতকাল মঙ্গলবার থেকেই ছুটি পেয়েছে। গতকাল থেকে আজকে পর্যন্ত প্রচুর মানুষ বাড়ি গিয়েছে এবং আগামী কালও যাবে। আগামীকাল বৃহস্পতিবার সফলভাবে মানুষজন বাড়ি পৌঁছালেই আমরা বলবো মানুষজন সফলভাবে ঈদ যাত্রা সম্পন্ন করেছে।
তিনি আরেও বলেন, গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত আসতে সময় লেগেছে মাত্র ৪৪ মিনিট। এরমধ্যে কোনো জায়গাতে দাঁড়াতে হয়নি। গাড়িগুলো খুবই সুন্দরভাবে বাধাহীনভাবে চলাচল করছে। মহাসড়কের কোথাও কোনো যানজট, রং পার্কিং নেই, কোনো ফিটনেসবিহীন গাড়ি নেই, জায়গায় জায়গায় পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশের সদস্য পাহাড়া দিচ্ছে যাতে কোনো অনিয়ম না হয়। শুধু ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নয়, ঢাকা রেঞ্জের অধীনে সবগুলো সড়কে একইভাবে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, বিগত বছরের চেয়ে এ বছর নিরাপদ ঈদ যাত্রা হবে। যানজটের পাশাপাশি হাইওয়েতে যেন ছিনতাই ডাকাতি না হয় এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। এবার সড়কে কোনো যানজট হবে না, ডাকাতি ও ছিনতাই হবে না। বাংলাদেশের কোনো জায়গায় ছিনতাই বা ডাকাতির ঘটনা ঘটেনি।
এর আগে মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার পরিস্থিতি ঘুরে দেখেন এবং দূরপাল্লা বাসের যাত্রীদের সঙ্গে কথা বলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাশরুকুর রহমান খালেক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সরফুদ্দিন প্রমুখ।
অভিজিৎ ঘোষ/এমএএস