তিনি মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক!

ফরিদপুরে এবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের এক নেতার পিস্তলসদৃশ বস্তু নিয়ে তোলা একটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মৎস্যজীবী লীগের ওই নেতার নাম আসাদুজ্জামান পরশ শিকদার। তিনি জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক।
ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ওই নেতা লাল চেক শার্ট পরে একটি চেয়ারে বসে আছেন। তার হাতে একটি পিস্তলসদৃশ বস্তু রয়েছে। একই ছবিতে তার পেছনের আলমারিতে এয়ারগান সদৃশ বস্তু সাজানো রয়েছে। আরেকটি ছবির পেছনে ব্লার করা বলে কিছুই দেখা যাচ্ছে না।
এ বিষয়ে মৎস্যজীবী লীগের নেতা আসাদুজ্জামান বলেন, পাঁচ বছর আগে ছবিটি তোলা। ঢাকার একটি বন্দুকের দোকানে এয়ারগান কিনতে গিয়ে তোলা হয়েছে। ছবিটি হঠাৎ কীভাবে ছড়িয়ে পড়লো বুঝতে পারছি না।
এ বিষয়ে জেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক মো. আবদুস সোবহান বলেন, পরশ শিকদারের ওই ছবিটি আমি দেখেছি। ছবিটির বিষয়ে খোঁজখবর নিয়ে দেখা হবে।
বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওহাব বলেন, ছবিটি দেখেছি। তবে ছবিটি আসাদুজ্জামানের আইডি থেকে ছড়ায়নি। ছড়িয়েছে অন্য বিভিন্নজনের আইডি থেকে।
তিনি বলেন, ছবিটি ৪/৫ বছর আগে একটি অস্ত্রের দোকান থেকে তোলা হয়েছে বলে জানতে পেরেছি।
প্রসঙ্গত, এর আগে বোয়ালমারীতে কোমরে পিস্তল রেখে ফেসবুকে ছবি পোস্ট ও দেশীয় অস্ত্র নিয়ে করা টিকটক ভিডিও শেয়ার করেন বোয়ালমারীর দুই ছাত্রলীগ নেতা। এ ঘটনায় কোমরে পিস্তল রাখা নেতা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারাগারে আছেন। অপরদিকে দেশীয় অস্ত্র নিয়ে করা টিকটক ভিডিও শেয়ার করা নেতা যে টিকটক ভিডিও শেয়ার করেছিলেন ভিডিও'র ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এজন্য ওই নেতার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তবে এই দুই নেতাকেই সাময়িক বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।
জহির হোসেন/এমএএস