চলতে চলতে ৭ যাত্রী নিয়ে উল্টে গেল বাসটি

রংপুর নগরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেছে। এতে বাসে থাকা সাত যাত্রীর মধ্যে ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২২ মার্চ) বিকেল পাঁচটার দিকে রংপুুুর-বগুড়া মহাসড়কের আরকে রোডে মা ও শিশু হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে জনতা পরিবহন নামের বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বৈদ্যুতিক খুঁটির মাঝখানটিও ভেঙে গেছে। দুর্ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসটি রংপুুুর থেকে কুড়িগ্রামের উলিপুরের উদ্দেশ্য যাত্রী নিয়ে রওনা হয়েছিল। ফাঁকা রোডে দ্রুতগতিতে বাস চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। পরে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়।
বাসে থাকা একজন যাত্রী জানান, টার্মিনাল থেকে ছেড়ে আসা বাসটি (টাঙ্গাইল-০৪-০১৫০) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন বাসে পাঁচজন নারী ও দুইজন পুরুষ যাত্রী ছিল। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে বাসটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি চালক।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্রেন দিয়ে উল্টে থাকা বাসটি সরানোর কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সড়ক থেকে বাসটি উদ্ধার করা হয়। এসময় ওই সড়কে ঘণ্টাখানেক যানচলাচল বন্ধ ছিল।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যায় দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ শেষে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে। আহতদের অবস্থা তেমন আশঙ্কাজনক নয়, হাতে পায়ে আঘাত পেয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এমএএস