রাতে ছুরিকাহত এক ভাই, সকালে মিলল আরেক ভাইয়ের ঝুলন্ত মরদেহ

রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চাচাতো ভাই মোতালেব হোসেন (২৫) আহত হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তার আরেক চাচাতো ভাই রাজমিস্ত্রি আলাউদ্দিন (২৮)। বুধবার (১০ মে) সকালে নদীর পাড়ে একটি গাছের সঙ্গে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া গেল।
পরে এদিন দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি এলাকা থেকে নিহত আলাউদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।
আলাউদ্দিন তেলকুপি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ছুরিকাঘাতে আহত মোতালেব হোসেন আলাউদ্দিনের চাচাতো ভাই এবং একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোকশাবাড়ীর সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা জেল হোসেন জানান, মঙ্গলবার (৯ মে) রাতে কে বা কারা মোতালেব হোসেনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রাতেই হাসপাতালে নিয়ে যায়। এরপর থেকেই মোতালেবের চাচাতো ভাই আলাউদ্দিন নিখোঁজ ছিলেন। আজ সকালে শিয়ালকোল, বহুলী ও খোকশাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় শুকিয়ে যাওয়া যমুনা নদীর শাখার পাড়ে একটি গাছের সঙ্গে লুঙ্গি গলায় পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আপাতত তার ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। ছুরিকাঘাতে আহত তার চাচাতো ভাই মোতালেব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসব ঘটনায় থানায় মামলা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
শুভ কুমার ঘোষ/আরকে