কোম্পানীগঞ্জে আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষের আশঙ্কা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি দিয়েছে আবদুল কাদের মির্জা ঘোষিত কমিটি। স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলাব্যাপী কর্মসূচি ঘোষণা দেয়। পরে আবদুল কাদের মির্জা গ্রুপ বুধবার সকাল ১০টায় পাল্টা কর্মসূচি ঘোষণা দেয়।
কোম্পানীগঞ্জে দুই হত্যাকাণ্ডের রেশ না কাটতেই এই পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আবার প্রাণঘাতী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় কাদের মির্জা নিজের ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘সাংবাদিক মুজাক্কিরকে নিজ হাতে গুলি করে হত্যা করেছেন সন্ত্রাসী মিজানুর রহমান বাদল। তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জোর দাবি জানাচ্ছি; অন্যথায় কোম্পানীগঞ্জে আগুন জ্বলবে।’
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরী স্বাক্ষরিত কর্মসূচিতে বলা হয়েছে, ‘২৫ মার্চ রাতে প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার, ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।’
আরও উল্লেখ করা হয়, ‘২৬ মার্চ সকালে প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ২৬ মার্চ দুপুর ৩টায় উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ নুরুল হক বীর উত্তম অডিটোরিয়ামে আলোচনা সভা হবে।’
এদিকে আবদুল কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক মো. ইউনুস স্বাক্ষরিত কর্মসূচি তার অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।
কর্মসূচিতে বলা হয়েছে, ‘২৫ মার্চ সকাল ১০টায় ১৬ নম্বর স্লুইস গেট-সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পমাল্য অর্পণ ও ২৫ মার্চ উপজেলার প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার করা হবে।’
আরও উল্লেখ করা হয়, ‘২৬ মার্চ সকাল ৬টায় প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ২৬ মার্চ সকাল ১০টায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং ২৬ মার্চ দুপুর ৩টায় পৌর মিলনায়তনে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।’
স্থানীয়রা বলছেন, এসব পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সহিংসতায় কোম্পানীগঞ্জ আবারও উত্তাল হয়ে উঠতে পারে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে প্রশাসন অবগত আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
হাসিব আল আমিন/এমএসআর