গোবিন্দগঞ্জে বাড়িতে বিস্ফোরণ, নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের শব্দটি কীসের, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বুধবার (২৪ মার্চ) বিকেল চারটার দিকে মেকুরাই নয়াপাড়া গ্রামে কাসেম মিয়ার ছেলে বোরহান উদ্দিনের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাড়ির মালিক বোরহান উদ্দিন (৩৬) ও একই গ্রামের মৃত কবির মিয়ার ছেলে অহেদুল মিয়া (৪০)। অপরজনের পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঢাকা পোস্টকে জানান, বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্যের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ঢাকা পোস্ট বলেন, বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মশিউর রহমান নামে একজনকে আটক করা হয়। বিস্ফোরণ হওয়া বাড়িটি ঘিরে রাখা হয়েছে। বাড়ির লোকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
তিনি আরও বলেন, বিস্ফোরণের সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তবে আশা করছি, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।
রিপন আকন্দ/এমএসআর