ভোট দিলেন জায়েদা খাতুন

Dhaka Post Desk

ঢাকা পোস্ট টিম

২৫ মে ২০২৩, ১০:১৯ এএম


গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন আজ সকাল ১০টার পর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। 

ছেলেকে সঙ্গে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিলেন স্বতন্ত্র এই মেয়র। এসময় তার ছেলে জাহাঙ্গীর আলমও ভোট দেন।

ভোট দেওয়ার পর জায়েদা খাতুন প্রতিক্রিয়ায় জানান, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো, সুষ্ঠু ভোট হলে তিনি নির্বাচনী ফলাফল যাই হোক তা মেনে নেবেন। প্রতিটি কেন্দ্রে ইভিএমের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সঠিক সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে ভোটগ্রহণের জন্য দাবি জানান তিনি। 

এমএসআই/এমএ/আরকে 

টাইমলাইন

Link copied