কেন্দ্র থেকে বহিরাগত বের করলেন ম্যাজিস্ট্রেট

Dhaka Post Desk

ঢাকা পোস্ট টিম

২৫ মে ২০২৩, ০৩:৪০ পিএম


গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট ছাড়া অন্য কারও প্রবেশ নিষেধ থাকলেও দেখা গেছে ভিন্ন চিত্র। শেষ সময়ে বেষ্টনী ছেড়ে একেবারে নির্বাচনী কেন্দ্রের সামনে ও ভেতরে প্রবেশ করেছেন বিভিন্ন প্রার্থীর কর্মী-সমর্থকরা। তবে এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের সমর্থকদের সংখ্যাই বেশি দেখা গেছে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল তিনটার দিকে গাজীপুর চৌরাস্তা এলাকার চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভোট কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়।  

এমন পরিস্থিতিতে সোয়া তিনটার দিকে ম্যাজিস্ট্রেটকে এসব বহিরাগত কর্মী-সমর্থকদের বের করে দিতে দেখা গেছে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতাতুল ইসলাম বলেন, কেন্দ্রে পোলিং এজেন্ট ছাড়া অন্য কারও উপস্থিতির কথা না থাকলেও আমরা অন্যান্যদের উপস্থিতি দেখেছি। যারা বাইরে থেকে এসেছিলেন তাদের বের করে দেওয়া হয়েছে। 

এ বিষয় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, বাইরের লোকজন থাকার সুযোগ নেই। আমি বারবার ঘুরে ঘুরে দেখছি যেন কোনও বহিরাগত কেন্দ্রের ভেতরে আসতে না পারেন।

আরএইচটি/এসএম

টাইমলাইন

Link copied