বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে গিয়ে প্রাণ গেল একজনের

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, নীলফামারী

২৯ মে ২০২৩, ০৮:০৫ এএম


বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে গিয়ে প্রাণ গেল একজনের

নীলফামারীর সৈয়দপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে সাজু (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার কামার পুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ওই পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে।

সাজু শহরের নিমবাগান এলাকার জাবেদ আলীর ছেলে। স্থানীয় কয়ানিজপায়াড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

পরিবার ও স্থানীয় লোকজন জানান, পাঁচ বন্ধু মতির মোড়ের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে চার বন্ধু উঠে এলেও সাজু উঠে না আসায় তার বন্ধুদের ডাকাডাকিতে এলাকার মানুষ জড়ো হয়। বন্ধুরাসহ স্থানীয় লোকজন তাকে পুকুরে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে পুকুর থেকে সাজুর মরদেহ উদ্ধার করে। 

সাজুর বাবা জাবেদ আলী বলেন, তিন ছেলেমেয়ের মধ্যে সাজু সবার ছোট। আমরা সব সময় তাকে চোখেচোখেই রাখি। কিন্তু আজ বাড়িতে থাকা লোকজনের চোখ ফাঁকি দিয়ে কখন যে বন্ধুদের সঙ্গে গোসল করতে গেছে তা কারোই জানা নেই।

শরিফুল ইসলাম/এনএফ

Link copied