চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ 

০৮ জুন ২০২৩, ০২:৩১ এএম


চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাইসাইকেল চালানো নিয়ে তর্কাতর্কির জেরে সিহাব আলী (১৭) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (০৭ জুন) বিকেলে উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের মহলদার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সিহাব আলি উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকার গঙ্গারামপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে ও দুলর্ভপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তবে কারা তাকে পিটিয়ে হত্যা করেছে সে বিষয়ে এখনও কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

সিহাব আলীর স্বজন ফারুক হোসেন বলেন, সকালে সিহাব পার্শ্ববর্তী শেরপুর ভান্ডার গ্রামে বাইসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। এ সময় বাইসাইকেল চালানো নিয়ে সেখানকার কয়েকজন যুবকের সঙ্গে সিহাবের কথা কাটাকাটি হয়। পরে বিকেলে তারা সিহাবকে ফের শেরপুর ভান্ডার গ্রামের মহলদার পাড়ায় দেখতে পেয়ে তাকে পিটিয়ে হত্যা করে তারা। তবে তাদের নাম এখনো জানতে পারিনি।

বেইলি ব্রিজ সংলগ্ন মুদি দোকানি মো. ঈমান আলি বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে আমার দোকানে এসেছিল সিহাব। পরে সন্ধ্যায় শুনছি সিহাবকে পিটিয়ে হত্যা করেছে শেরপুত ভাণ্ডার নামে একটি গ্রামের কয়েকজন যুবক। হাসপাতালে তার মরদেহ রয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল তা জানাতে পারেননি তিনি।

ওসি জানান, মরদেহ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মো. জাহাঙ্গীর আলম/এসকেডি

Link copied