পঞ্চগড়ে উৎপাদিত কৃষিপণ্য রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

০৯ জুন ২০২৩, ০৬:৪৪ এএম


পঞ্চগড়ে উৎপাদিত কৃষিপণ্য রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা

স্মার্ট পঞ্চগড় জেলা বিনির্মাণে পঞ্চগড়ে উৎপাদিত কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় অন্যান্যদের মধ্যে মতামত ব্যক্ত করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী সানিউল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রিয়াজউদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম,  পৌর মেয়র জাকিয়া খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, উত্তরের জেলা পঞ্চগড়ে উৎপাদিত চা, আলু, মরিচ, টমেটো, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ জন্য গুণগত মানসম্পন্ন ও নিরাপদ সবজি ফল উৎপাদন, শ্যামপুরের প্যাক হাউজের কার্যকর ব্যবহার, বিমানে কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে স্পেস বৃদ্ধি, কৃষি পণ্যের জন্য বিমানবন্দরে পৃথক গেট ও স্ক্যানার মেশিন স্থাপন করা, বিমানবন্দরে বিএডিসির কোল্ড স্টোরেজের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এছাড়াও বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে আনা, কৃষিপণ্য পরিবহন সুবিধা বৃদ্ধি, পণ্য রপ্তানির প্যাকেজিংয়ের মান বৃদ্ধি, আলুর উন্নত জাতের সরবরাহ বৃদ্ধি, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তা বৃদ্ধি, দেশে আন্তর্জাতিক মান সম্পন্ন পরীক্ষাগার তৈরি ইত্যাদি বিষয়ে সুপারিশ করেন তারা।

জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম বলেন, সরকার কৃষিপণ্য রপ্তানির জন্য ২০% প্রণোদনা প্রদান করছে। ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পূর্বাচলে একটি অ্যাক্রিডিয়েটেড ল্যাবরেটরি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করা যায়, সরকারের বিভিন্নমুখী উদ্যোগ, কৃষকের প্রচেষ্টা, কৃষিপণ্য রপ্তানিকারকদের কার্যক্রম ও প্রক্রিয়াজাতকারী কোম্পানিসমূহের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কৃষিপণ্য রপ্তানির একটি নতুন দুয়ার খুলে যাবে।

এসকে দোয়েল/এসকেডি

Link copied