পঞ্চগড়ে ফাইভ স্টার মানের রিসোর্ট নির্মাণ করা হবে : মাহবুব আলী

পঞ্চগড়ে ফাইভ স্টার মানের রিসোর্ট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
তিনি বলেন, পঞ্চগড় অনেক সুন্দর জায়গা। পর্যটনের অপার সম্ভাবনাময় এলাকা। এখানকার মানুষজন অনেক সুন্দর। এখানকার মানুষের ভালোবাসা ও আতিথেয়তা উল্লেখ করার মতো। এখানে নতুন-পুরাতন চা বাগান রয়েছে। পঞ্চগড় এখন চা বাগানের এলাকা। এরপরে আবার মোহনীয় কাঞ্চনজঙ্ঘা পর্বত। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বিপুল সংখ্যক পর্যটক এখানে আসেন। আমিও কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এসেছিলাম। দার্জিলিংয়ে বসে আবহাওয়ার কারণে দেখতে পারিনি। এখানে সীমান্ত এলাকা তেঁতুলিয়া থেকে এটি ভালো দেখা যায়। তাই এখানে একটি উন্নতমানের রিসোর্ট হচ্ছে। পর্যটন শিল্পের কথা চিন্তা করে আমরা এখানে ফাইভ স্টার মানের রিসোর্ট তৈরি করবো। যাতে পর্যটকরা এখানে সুবিধা ভোগ করতে পারেন।
মঙ্গলবার (১৩ জুন) বিকেলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক পর্যটন কেন্দ্র নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করতে এসে জেলা সার্কিট হাউসে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মাহবুব আলী আরও বলেন, করোনার পর পর্যটনকে নতুন ভাবনায় সাজাতে হচ্ছে। এজন্যই এখানে পরিদর্শনে এসেছি আমরা। এ অঞ্চল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। তাই এখানে মোটেল নির্মাণসহ পর্যটন বিকাশে যা যা দরকার সবই করা হবে। এ ছাড়া এ অঞ্চলে জনসমাগম হলে এখানকার জনগণের জীবনমানেরও উন্নয়ন ঘটবে।
রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলামের সুজনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা পরিষদের চেয়ারম্যান মো.হান্নান শেখ, জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসকে দোয়েল/আরএআর