বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে একটি ফ্ল্যাট বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের গুপ্তাংক এলাকার বার্লিংটন মোড়ের মানিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের গুপ্তাংক এলাকার বার্লিংটন মোড়ের মানিক মিয়ার বাড়ির ফজলে আজিম কচির স্ত্রী নুরুন্নাহার (৩২) ও তার মেয়ে প্রিয়ন্তী (১৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢুকে ২-৩ জন দুর্বৃত্ত ছুরিকাঘাত করে বাসায় অবস্থানরত মা নুরুন্নাহার ও মেয়ে প্রিয়ন্তীকে কুপিয়ে জখম করে। মা ঘটনাস্থলে মৃত্যুবরণ করলেও মেয়েকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা আলতাফ হোসেন নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রতন কৃষ্ণ পাল ঢাকা পোস্টকে বলেন, মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা শোকে বিহ্বল। মেয়েটি পার্শ্ববর্তী হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। সুষ্ঠু বিচার কামনা করছি।
সুধারাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান পাঠান ও ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম ঢাকা পোস্টকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. মিজানুর রহমান বলেন, তারা সম্পর্কে মা-মেয়ে। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। মা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং মেয়েকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বাসা ভাড়া নেওয়ার কথা বলে দুষ্কৃতিকারীরা ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলে থানা ও ডিবি পুলিশ মোতায়েন আছে। জড়িত থাকার অভিযোগে আটক আলতাফ হোসেন থানা হেফাজতে আছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি।
হাসিব আল আমিন/আরকে