২২৫ মণ জাটকাসহ স্পিডবোট জব্দ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ২২৫ মণ জাটকাসহ একটি স্পিডবোট জব্দ করেছে কোস্টগার্ড। এর মধ্যে মাওয়া কবুতরখোলা অঞ্চলের পদ্মা নদীে থেকে ৭০ মণ ও নারায়ণগঞ্জ বন্দরের ৫ নম্বর মাছঘাট থেকে ১৫৫ মণ জাটকা জব্দ করা হয়।
রোববার (২৮ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে মাওয়া কোস্টগার্ড মাওয়া কবুতরখোলা অঞ্চলের পদ্মা নদীতে অভিযান চালিয়ে জাটকা ও স্পিডবোট জব্দ করা হয়। জব্দকৃত বোট লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর এবং জাটকাগুলো দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
অপরদিকে নারায়ণগঞ্জ বন্দরের ৫ নম্বর মাছঘাটে ভোরে অভিযান চালিয়ে ১৫৫ মণ জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় ৩০টি এতিমখানায় বিতরণ করা হয়। জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোস্টগার্ড।
পাগলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম আসমাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বন্দরের ৫ নম্বর মাছঘাটের শীতলক্ষা নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় জাটকাগুলো জব্দ করা হয়।
বম শামীম/এএম