সিরাজগঞ্জে ১০ কিলোমিটার মহাসড়কে যানজট

ঈদ পরবর্তী যাত্রায় সিরাজগঞ্জের প্রায় ১০ কিলোমিটার মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। আবার কখনো কখনো ধীরগতিতে যানবাহন চলাচল করছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের পাচলিয়া থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে সাহেবগঞ্জ পর্যন্ত ঢাকাগামী লেনে এই যানজট ও ধীরগতি রয়েছে।
শুক্রবার (৭ জুলাই) দুপুরের পর থেকে ঢাকাগামী যানবাহনের চাপ বাড়ায় এই যানজট ও ধীরগতির সৃষ্টি হচ্ছে।
সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের সার্জেন্ট রনি পোদ্দার ঢাকা পোস্টকে বলেন, মূলত হাটিকুমরুল গোলচত্বর এলাকায় রাস্তা কিছুটা ভাঙ্গা থাকায় এবং যানবাহনগুলো ঘুরতে একটু সময় লাগার কারণে এই সমস্যা হচ্ছে। তবে এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির ঢাকা পোস্টকে বলেন, গার্মেন্টসকর্মীরা ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন। বাস ছাড়াও ট্রাক-পিকআপেও ঢাকায় যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। হাটিকুমরুল হয়ে সাহেবগঞ্জ এলাকা পর্যন্ত কিছুটা যানজট রয়েছে। তবে যানবাহন এখন ধীরগতিতে চলাচল করছে। অন্য রুটগুলোতেও অল্প যানজট রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় রাস্তায় কিছু ভাঙ্গা থাকায় যানবাহন স্বাভাবিক গতিতে যেতে পারছে না। যার কারণে যানজট ও ধীরগতি সৃষ্টি হচ্ছে। যা সাহেবগঞ্জ এলাকার নাহার এগ্রো পর্যন্ত রয়েছে।
তিনি আরও বলেন, এখন যানজট কিছুটা কমে এসেছে। কখনো কিছুটা যানজট হচ্ছে আবার কখনো ধীরগতিতে যানবাহন চলাচল করছে। আশা করছি স্বল্প সময়ের মধ্যেই যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। আমরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছি।
শুভ কুমার ঘোষ/আরএআর