আশাশুনিতে বাঁধ ভেঙে ৫০টি মাছের ঘের ও ১০০ বাড়ি প্লাবিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর দয়ারঘাট এলাকায় চারটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে জেলেখালি, দয়ারঘাটসহ তিন গ্রাম প্লাবিত হয়েছে।মঙ্গলবার দুপুরে জোয়ারের প্রবল তোড়ে বাঁধ ভেঙে যায়। এতে কমপক্ষে ৫০টি মাছের ঘের ও ১০০ বাড়ি প্লাবিত হয়েছে।
আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন জানান, খোলপেটুয়া নদীর দয়ারঘাট এলাকার বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় রয়েছে। জোয়ারের প্রবল তোড়ে দুপুরে বেড়িবাঁধ ভেঙে জেলেখালি, দয়ারঘাট ও উপজেলা সদরের দক্ষিণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ১০০ ঘর-বাড়ি এবং ৫০টিরও বেশি মাছের ঘের প্লাবিত হয়েছে। বিকেলের দিকে ভাটা আসলে স্থানীয়দের নিয়ে বাঁধ বাধার কাজ শুরু করা হবে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, দয়ারঘাট এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য ইতোমধ্যে এক কোটি ৩৮ লাখ টাকার কাজ টেন্ডার হয়েছে। অচিরেই কাজ শুরু হবে।
আকরামুল ইসলাম/এমএএস