নড়াইলে স্ত্রীকে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার

নড়াইলে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী মো. হেদায়েত শেখ ওরফে জাহাঙ্গীর আলমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
হেদায়েত শেখ জেলার লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, লোহাগড়া ও নড়াইল সদর থানার যৌথ অভিযানে নড়াইল সদরের মালিবাগ থেকে হেদায়েতকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হেদায়েত শেখ দুটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর নাম মমতাজ বেগম ও দ্বিতীয় স্ত্রীর নাম আঞ্জুআরা। ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি মমতাজের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হেদায়েত ও মমতাজের ছেলে রবিউল তার বাবাসহ চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত হেদায়েতকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন।
তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
সজিব রহমান/এনএফ