দোকান দিয়ে সংসার চালান নিহত সেই আ.লীগ নেতার স্ত্রী

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা আনারুল শেখ নিহতের এক মাস পার হলেও, ধরা ছোয়ার বাইরে রয়েছে মূল আসামিরা। এতদিনেও মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। অতিদ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন হত্যার শিকার আওয়ামী লীগ নেতার স্বজনরা।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। চরম আর্থিক সংকটে দিন কাটছে স্ত্রী-সন্তানদের। পেটের দায়ে বাড়ির সামনে রেখে যাওয়া নিহত স্বামীর মুদি দোকান চালাচ্ছেন স্ত্রী মাহফুজা বেগম।
তিনি বলেন, আমার স্বামীর আয়েই আমাদের সংসার চলত। সেই তাকে হত্যা করে আমাদের নিঃস্ব করে ফেলেছে সন্ত্রাসীরা। আমরা এখন না খেয়ে মরার মতো অবস্থা। সে একটি ছোট মুদি দোকান রেখে গেছিল, সেই দোকানে এখন আমি বসি। ওই দোকান থেকে যা আসে, তাই দিয়ে খেয়ে না খেয়ে আমাদের সংসার চলে।
তিনি আরও বলেন, আমার সন্তানদের যারা এতিম করেছে, আমাকে যারা বিধবা করেছে, আমি তাদের সকলের ফাঁসি চাই।
নিহতের বড় ভাই কামরুল শেখ বলেন, ১৩ জন আসামির মধ্যে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এখনও মূল আসামি সোহেল হাওলাদার ওরফে কালা সোহেল, রাকা, মনি মল্লিক ওরফে বলদ মনি, গনেশ গ্রেপ্তার হয়নি। তারা এখনও ফেসবুক চালিয়ে বেড়াচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে সকল আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
নিহতের ছোট ভাই বাচ্চু শেখ বলেন, যারা প্রকাশ্যে আমার ভাইকে হত্যা করল, তারা এখনও গ্রেপ্তার হয়নি। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের একটাই অনুরোধ আসামিদের গ্রেপ্তার করা হোক।
গত শনিবার (১৭ জুন) ঘের সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় বাগেরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনারুল শেখ নিহত হন। দুদিন পরে নিহতের স্ত্রী মাফুজা বেগম বাদী হয়ে পৌর যুবলীগের সদস্য সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় কালাম বয়াতী, আবু বকর সিদ্দিক ওরফে নিবাশ ও ঢাকা থেকে হৃদয় নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।
অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম। তিনি বলেন, আনারুল হত্যা মামলায় আমরা এজাহার নামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শেখ আবু তালেব/আরকে