মোটরসাইকেল চুরির টাকায় স্ত্রী নিয়ে কুয়াকাটা ঘুরতে গিয়ে গ্রেপ্তার

পটুয়াখালীতে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য চুরির টাকা নিয়ে কুয়াকাটায় স্ত্রীর সঙ্গে ঘুরতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া মোটরাইকেলটিও উদ্ধার করা হয়েছে। এছাড়া পিরোজপুরের ভান্ডারিয়া থেকে চোর চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৬ জুলাই দুপুরে পটুয়াখালী শহরের তিতাস সিনেমা এলাকা থেকে সুজুকি জিক্সার ব্রান্ডের মোটরসাইকেলটি কৌশলে চুরি করে নিয়ে যায় চক্রটি। সোমবার (১৭ জুলাই) দুপুরে ও রাতে পটুয়াখালীর কুয়াকাটা এবং পিরোজপুরের ভান্ডরিয়া থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের দিনারের পুল এলাকার মৃত বাবুল ফরাজীর ছেলে বাহাউদ্দিন রাব্বি (২৪) এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুল্লাহ এলাকার মান্নান হাওলাদারের ছেলে (৩০)। এরা দুজনেই পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সদস্য। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মোটরসাইকেল মালিকের দেওয়া তথ্য মতে, মোটরসাইকেল চুরি করে লেবুখালী পায়রা সেতু পার হয়ে বরিশালের দিকে যাওয়ার ফুটেজ পাওয়া যায়। এরপর বিভিন্নভাবে চোরের ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়। কুয়াকাটা সমুদ্র সৈকতের পুলিশ একজন পর্যটককে সন্দেহ হলে তার স্ত্রীসহ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। প্রাথমিক পর্যায়ে চুরির সঙ্গে সোহেল তার সম্পৃত্ততার কথা স্বীকার না করলেও পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল মহিপুর থানায় গিয়ে জিজ্ঞাসাবাদে করলে মোরসাইকেল চুরির বিষয়টি তারা স্বীকার করেন। চুরির টাকায় তার স্ত্রীকে নিয়ে কুয়াকাটাতে ঘুরতে এসেছেন বলে জানান। আসামির কথা অনুয়ায়ী পিরোজপুরের ভান্ডরিয়া থানা পুলিশের সহযোগিতায় মোটসাইকেল এবং চোর চক্রের আরও একজন সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়। ১৭ জুলাই রাতে ভান্ডারিয়া থেকে পটুয়াখালী থানায় উদ্ধার হওয়া মোটরসাইকেল এবং আসামিকে নিয়ে আসা হয় পটুয়াখালী সদর থানায়।
পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম বলেন, ১৬ জুলাই বিকেলে আমরা একটি অভিযোগ পাই যে শহরের তিতাস সিনেমা এলাকার সুবর্না টাওয়ারের পাকিং থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি চৌকস টিম বিষয়টি নিয়ে তদন্ত কাজ শুরু করে। শহরের বিভিন্ন এলাকার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় মোটরসাইকেল চোর মুখে মাক্স পরা এবং মাথায় কালো টুপি ও কালোটি শার্ট পরা ছিল।
তিনি আরও বলেন, পরবর্তীতে লেবুখালী সেতুর সিসি টিভি ফুটেজে দেখা যায় সে বরিশালের দিকে যাচ্ছে। সিসিটিভ ফুটেজ পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে বিভিন্ন থানায় এ সংশ্লিষ্ট ম্যাসেজ দেওয়া হয়। ১৭ জুলাই সকালে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় টহল পুলিশ দায়িত্ব পালনকালে মোটরসাইকেল চুরির সঙ্গে সরাসরি জড়িত ওই যুবককে সন্দেহ হলে বিজ্ঞাসাবাদ করে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে মোটরসাইকেল ও আরও একজন চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পটুয়াখালী থানায় চুরি হওয়ার মোটরাইকেল মালিক প্রকৌশলী আবু তাহের ইমরান একটি মামলা দায়ের করেছেন। এই চোর চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত আছে সেসব আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।
মাহমুদ হাসান রায়হান/আরকে