১৮ বছর পর সোনারগাঁয়ে ছাত্রদলের নতুন কমিটি

দীর্ঘ ১৮ বছর পর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। জাকারিয়া ভুইয়াকে আহ্বায়ক ও জহিরুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব।
কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, শাহ জালাল, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, ফয়সাল প্রধান, আরিফুল ইসলাম, বায়েজিদ ভূইয়া, মাসুদ রানা বাবু, সিফাত আদনান, আলমগীর হাসেন, সফিকুল ইসলাম, ফরহাদ আহমেদ, তাইজুল ইসলাম সাজ্জাদ হোসাইন, মো. আরিফুল ইসলাম, সদস্য শাকিল আহমেদ, আবু তাহের রিফাত, জাফর আহমেদ ও নাজমুল হক।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৫ মার্চ সোনারগাঁ উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
শেখ ফরিদ/আরএআর