স্বেচ্ছাসেবক লীগে পদ পেয়ে সরকারি চাকরি ছাড়লেন তিনি

দীর্ঘদিন পর গত রোববার (৩০ জুলাই) সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে সুমন রহমানকে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী (এমএলএসএস) পদে কর্মরত হওয়ায় এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
তাই সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য নিয়ম মেনে সিরাজগঞ্জের সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন সুমন রহমান।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম রকিবুল হাসান।
>>> ১১ বছর পর রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
তিনি বলেন, গতকাল (১ আগস্ট) সুমন চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। যেহেতু নিয়ম অনুযায়ী চাকরি ছাড়ার এক মাস আগে আবেদন দেননি তাই তাকে আবেদনের সঙ্গে এক মাসের বেতনের টাকাও জমা দিতে হয়েছে। আমি আবেদনটি আজ (২ আগস্ট) ফরোয়ার্ড করে জেলা প্রশাসক স্যারকে পাঠিয়েছি। আশা করছি আগামীকাল থেকেই এটা কার্যকর হয়ে যাবে।
সুমন রহমান ঢাকা পোস্টকে বলেন, আমি দীর্ঘদিন হলো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমি এর আগে ছাত্রলীগের পৌর ও জেলা কমিটিতে ছিলাম। আমার ছোট ভাইও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। মা আছেন মহিলা আওয়ামী লীগে। আমাদের পরিবার আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এর মধ্যে নির্বাচনকে সামনে রেখে আমাকে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক করা হয়েছে। দল আমাকে ভালো মনে করেছে জন্যই পদটি দিয়েছে। এখন আমি সব কিছুর বিনিময়ে আমার ওপর অর্পিত এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাব।
তিনি বলেন, আমি পরিবার চালানোর জন্য একটি চাকরি করতাম। তারপরও এখন যেহেতু দায়িত্ব আরও বেড়ে গেছে তাই দল থেকে অর্পিত সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতেই আমি চাকরি ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেছি।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ঢাকা পোস্টকে বলেন, শুনেছি সুমন নাকি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য আবেদন করেছেন। সুমন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ পরিবারের সদস্য। সে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। তার ছোট ভাইও ছাত্রলীগ করে।
সরকারি চাকরি করা অবস্থায় পদ পেতে সাংগঠনিক কোনো বাধা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সম্ভবত নাই। যেহেতু কেন্দ্রীয় নেতারা তাকে এই পদে এনেছেন তাই এমনটা নাও হতে পারে।
এ ব্যাপারে কথা বলার জন্য সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
>>> শোকের মাসের প্রথম প্রহরে স্বেচ্ছাসেবক লীগের আলোর মিছিল
প্রসঙ্গত, দীর্ঘ ১০ বছর পর সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। এতে সভাপতি পদে জাকিরুল ইসলাম লিমন, সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক পদে সুমন রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম ও এ.কে.এম আব্দুল্লাহ আল মারুফের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুল রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত ৯ জুলাই শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুভ কুমার ঘোষ/আরএআর