গ্যারেজের তালা ভেঙে ময়লার গাড়ি বের করলেন মেয়র

মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় ৮ দশমিক ২৬ শতক জমির মালিকানা নিয়ে পৌরসভা ও জেলা পরিষদের মধ্যে আদালতে মামলা চলছে। এর মধ্যে দুই দিন আগে পৌরসভার ময়লার গাড়ি রাখার গ্যারেজের গেটে তালা ও ব্যানার টানিয়ে দিয়েছে জেলা পরিষদ। এতে ওই গ্যারেজে ময়লা ফেলার তিনটি গাড়ি আটকে পড়ার কারণে পৌর এলাকার ময়লা-আবর্জনা ফেলতে পারছে না পৌর কর্তৃপক্ষ। এতে ময়লার গন্ধে বিপাকে রয়েছে পৌরবাসী।
পৌরসভার নিজস্ব সম্পত্তি অবৈধভাবে জেলা পরিষদ দখল করে মার্কেটসহ গ্যারেজে তালা দিয়েছে বলে অভিযোগ করেন পৌর মেয়র মো. রমজান আলী। এ বিষয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। পরে সংবাদ সম্মেলন শেষে পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মচারী সঙ্গে নিয়ে নিজে উপস্থিত থেকে গ্যারেজে জেলা পরিষদের লাগানো তালা ভেঙে তিনটি ময়লার গাড়ি বের করেন তিনি। তবে গ্যারেজে তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন।
মানিকগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে পৌরসভার দখলে থাকা সম্পত্তি জেলা পরিষদ কর্তৃক অবৈধ দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌরসভা।
সংবাদ সম্মেলনে পৌর মেয়র রমজান আলী বলেন, শহরের বেউথা এলাকায় ফায়ার সার্ভিস অফিসের বিপরীত পাশে পৌরসভার জায়গায় একটি মার্কেটসহ গ্যারেজ করা হয়েছে। সেই জায়গা জেলা পরিষদ অবৈধভাবে দখল নেওয়ার জন্য গত মঙ্গলবার (৮ আগস্ট) দিবাগত রাতে ওই গ্যারেজের গেটে তালা দেয়। এ কারণে গ্যারেজে তিনটি ময়লা ফেলার গাড়ি আটকে পড়ে।
তিনি বলেন, ময়লার গাড়ি আটকে পড়ার কারণে পৌর এলাকার আবর্জনা সরাতে পারছি না দুই দিন যাবত। ময়লার গন্ধে পৌরবাসী দুর্ভোগে রয়েছে। সে জন্য তালা ভেঙে আমরা আমাদের গাড়ি বের করবো এবং দখলে যাব।
পরে তালা ভেঙে ময়লার গাড়ি বের করেন এবং মার্কেট দখলে নেন পৌর মেয়র।
এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন বলেন, আমরা কেউ মার্কেট বা গ্যারেজে তালা দেইনি। তারাই নাটক সাজিয়ে এমনটা করছেন।
প্রসঙ্গত, এই ৮ দশমিক ২৬ শতক জমি নিয়ে পৌরসভা ও জেলা পরিষদের মধ্যে আদালতে মামলা চলছে। এই মামলায় গত ২৬ জুলাই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজ আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দুই পক্ষকেই স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন।
সোহেল হোসেন/আরএআর