ফেনীতে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ১৬

ফেনীর পাঁচগাছিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা মামলা করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) ফেনী মডেল থানায় ছাত্রলীগ নেতা একেএম কামরুজ্জামান রুবেল বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে রুবেল উল্লেখ করেন, দীর্ঘদিন স্থানীয় এনায়েত উল্লাহ মুন্নাসহ কিছু লোক আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। অর্থ দিতে অস্বীকৃতি জানালে তারা শুক্রবার রাতে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় জেলা যুবলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ মুন্নাসহ ১৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ঢাকা পোস্টকে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
স্থানীয় সূত্র জানায়, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ডালিমের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা যুবলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ মুন্না এবং ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন রতনের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে পাঁচগাছিয়া বাজারে ছাত্রলীগ নেতা রুবেলের দোকানে বসা ছিলেন ডালিমের অনুসারী হিসেবে পরিচিত হায়দার হোসেন পিংকু। এসময় ৩০-৩৫ জন এসে পিংকুকে এলোপাতাড়ি আঘাত করে। তার চিৎকারে পাশের অফিস কক্ষে থাকা ডালিমসহ আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের ওপর পাল্টা হামলা হয়। এতে জাবেদ উল্লাহ নামে একজন গুরুতর আহত হন।
আহত পিংকু ও জাবেদকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জাবেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
তারেক চৌধুরী/এসএম