লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে রবিউল ইসলাম (৩) ও সিনথিয়া আক্তার (১৮ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় সিনথিয়া ও সকালে সদর উপজেলার মিরিকপুর এলাকায় রবিউল পানিতে ডুবে মারা যায়।
সিনথিয়া লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মো. মঞ্জুর মেয়ে।
অপর নিহত রবিউল সদর উপজলার বাঙ্গাখাঁ ইউনিয়নের মিরিকপুর রাকিবুল হাসানের ছেলে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এম এ সালাম সৌরভ বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, দুই শিশুকেই আমরা মৃত পেয়েছি। পরে স্বজনরা শিশুদের মরদেহ বাড়িতে নিয়ে যান।
নিহতদের পরিবারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পৃথক এলাকায় শিশু রবিউল ও সিনথিয়া বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। রবিউল খেলতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। সিনথিয়ার বিষয়ে পরিবারের লোকজন বিস্তারিত জানায়নি।
হাসান মাহমুদ শাকিল/এমজেইউ