৩ সেপ্টেম্বর থেকে খুলনায় জ্বালানি তেল উত্তোলন বন্ধের ঘোষণা

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবি ৩১ আগস্টের মধ্যে বাস্তবায়ন না হলে ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি।
বুধবার (২৩ আগস্ট) রাত ৮ টায় খুলনা নিউ মার্কেট এলাকার একটি রেস্টুরেন্টে প্রস্তুতি সভায় এই সমর্থন জানানো হয়। খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস।
তাদের দাবিগুলো হচ্ছে- জ্বালানী তেল পরিবহনকারী ট্যাংকলরির ইকোনোমিক লাইফ ৫০ বছর নির্ধারণ করতে হবে। জ্বালানি তেল বিক্রয়ের প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫০% করতে হবে। জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।
খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস বলেন, অনেকদিন ধরে তিনটি দাবি জানিয়ে আসছি। অথচ সরকার মানছে না। আগে তেলের দাম বাড়ার সাথে সাথে কমিশন বাড়ানো হতো। কিন্তু এবার তেলের দাম বাড়লেও কমিশন বাড়েনি। আগামী ৩১ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়নের বিষয় সমাধান না হলে ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করব।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোড়ল আব্দুস সোবহান, সহ-সভাপতি মইবুল হাসান ও কোষাধ্যক্ষ এসএম মুরাদ উজ্জামান প্রমুখ।
মোহাম্মদ মিলন/আরএআর