মাথা ঘুরে ফেরি থেকে নদীতে পড়ে গেলেন কলেজছাত্র

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের পদ্মা নদীতে মাথা ঘুরে চলন্ত ফেরি থেকে পড়ে যান ডেঙ্গু আক্রান্ত রোগী শাহরিয়ার ইমন। শনিবার(৩০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টায় এ ঘটনা ঘটে।
শহরিয়ার ইমন রাজবাড়ী সদর উপজেলার মুলঘর গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে। তিনি ঢাকা কমার্স কলেজের ছাত্র।
দৌলতদিয়া নৌ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার বিকেল ৩টার দিকে পাটুরিয়া ৩ নম্বর ফেরি ঘাট থেকে দৌলতদিয়া ফেরি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরি এনায়েতপুরি। ৩টা ১০ মিনিটের দিকে পদ্মা নদীর মাঝখানে পৌঁছালে চলন্ত ফেরি থেকে মাথা ঘুরে শাহারিয়ার ইমন নামে এক ব্যক্তি পড়ে যান। সাথে সাথে তার মামা মো. আল আমিনসহ ফেরিতে থাকা লোকজন ও দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সহায়তায় সুস্থ অবস্থায় তাকে উদ্ধার করেন।
তিনি বলেন, এনায়েতপুরি ফেরিটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটে পৌঁছালে তাকে ফেরির মাস্টার ও দৌলতদিয়া নৌ-পুলিশ তার মামার কাছে সুস্থ অবস্থায় হস্তান্তর করেন। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে জানা গেছে।
মীর সামসুজ্জামান/এসকেডি