উদ্বোধনের এক মাস পর পঞ্চগড়ে অনলাইনে চা নিলাম শুরু

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের অনলাইন নিলাম উদ্বোধনের এক মাস পর পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সকালে নিলাম কেন্দ্রের প্রথম কার্যক্রম শুরু হয়। এতে অনলাইনে যুক্ত হয়ে কার্যক্রম মনিটরিং করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।
বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে স্মল টি গার্ডেন ওনার্স অ্য়ান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কার্যক্রম বাস্তবায়নে অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিলামে যুক্ত হন বিটাররা। প্রথমে হিমালয় ব্রোকার হাউসের প্রায় ৭০ হাজার কেজি চা বিক্রির জন্য নিলামে তোলা হয়।
প্রথমবারের মতো চট্রগ্রামের পরিবর্তে নিজ জেলায় চায়ের নিলামে অংশগ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশ করছেন বিটাররা।
জলিল মিঞা নামে এক বিটার জানান, অকশনে যুক্ত হয়ে বিট করতে পেরে অনেক ভালো লেগেছে। সামনে আরও ভালোভাবে যুক্ত হতে পারব। অনলাইনের মাধ্যমে আমাদের ভাড়া অনেকটাই কমে আসছে। চা চাষিদের জন্য এটি অনেক বড় ভূমিকা পালন করবে। একই কথা বলেন জসিম উদ্দিন, ফজলুল করিমসহ কয়েকজন বিটার।
তারা জানান, এই কেন্দ্রের প্রথম কার্যক্রমে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। অনেক ভালো লাগছে। এর আগে আমাদের চট্রগ্রামের চা নিতে বাড়তি ভাড়া দিতে হত। তখন চা নেওয়ার সুযোগ পাওয়াও কঠিন ছিল। তবে পঞ্চগড়ের নিলাম কেন্দ্র আমদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চা বোর্ড জানায়, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালনায় উত্তরাঞ্চলের তিন জন ব্রোকার এবং প্রায় ২৫জন বায়ার অনলাইন নিলামে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৯টায় অনলাইনে নিলাম কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ৪১৯ লটে ১ লাখ ১৩ হাজার কেজি চা নিলামে বিক্রির জন্য অফার করা হয়। গত ১৪ সেপ্টেম্বর টি সেলস কো-অর্ডিনেশন কমিটির সভায় পঞ্চগড় নিলাম কেন্দ্রর জন্য চলতি মৌসুমে মোট ১২টি নিলাম অনুষ্ঠানের তারিখ ও সময় নির্ধারণ করে সিডিউল ঘোষণা করে চা বোর্ড। আগামী ১৮ অক্টোবর দ্বিতীয় নিলাম অনুষ্ঠিত হবে।
পঞ্চগড় স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোঁকন জানান, চা বোর্ডের দেওয়া সিডিউল অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথমবারের মতো অনলাইনে নিলামে সবাই স্বতফুর্তভাবে অংশগ্রহণ করেছেন। এখন থেকে মাসে দুইবার (১৪ দিন পর পর) নিলাম কার্যক্রম হবে। নিলামে যারা সর্বোচ্চ বিট করবেন তাদের ১৪ দিনের মধ্যে টাকা জমা দিয়ে চা নিতে হবে।
বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, উত্তরাঞ্চলের শিল্প অঞ্চলের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। ২০২১ সালের অক্টোবরে চা বোর্ডের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পঞ্চগড়ে এসে চা নিলাম কেন্দ্রের অনুভব করে। অবশেষে প্রধানমন্ত্রীর হাত ধরে এর কার্যক্রম শুরু হয়।
চা বোর্ড চেয়ারম্যান বলেন, উত্তরাঞ্চলসহ দেশের চা সংশ্লিষ্টদের জন্য আজ একটি স্মরণীয় দিন। দেশে চা নিলামের ইতিহাসে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ অনলাইন নিলাম চালুর ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই এখন বায়ারদের নিলামে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
গত ২ সেপ্টেম্বর পঞ্চগড়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দেশের তৃতীয় ও প্রথম অনলাইন চা নিলাম কেন্দ্র উদ্বোধন করেন। উদ্বোধনের এক মাস পর ৪ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ ভাবে শুরু হলো নিলাম কার্যক্রম।
এসকে দোয়েল/এনটি