কুমিল্লায় এমপি বাহারের বিরুদ্ধে আয়োজিত মিছিলে হামলা

‘মদমুক্ত পূজা’ উদযাপনে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহারের বক্তব্যের প্রতিবাদে যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এমপি বাহারের সমর্থকরা এ হামলা চালিয়েছেন।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড়, নজরুল অ্যাভিনিউ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আদিত্য দাস, সুনীল দাস ও তন্ময় দাস নামে তিন যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নেতা আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক তাপস বকশী ঢাকা পোস্টকে বলেন, এমপি মহোদয় মদের সঙ্গে পূজার যে সম্পর্ক তুলে ধরেছেন, আমরা বুঝাতে চেয়েছি মদের সঙ্গে পূজার কোনো সম্পর্ক নেই। আমরা বলতে এসেছি পূজা মানেই মদ নয়। শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুব ঐক্য পরিষদ এবং ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে প্রতিবাদ মিছিল করা হয়। ওই মিছিলে পুলিশের সামনেই এমপি মহোদয়ের অনুসারীরা ধাওয়া দিয়ে হামলা করেন। তাতে আমাদের বেশ কয়েকজন আহত হন।
এ বিষয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্ল্যাহ খোকন ঢাকা পোস্টকে বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে মহানগর যুবলীগ, ছাত্রলীগের পূর্বঘোষিত শান্তি মিছিল ছিল। ওই মিছিলটি শহরের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার মুহূর্তে অপর মিছিল থেকে আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। আমাদের মিছিলটি শান্তিপূর্ণ ছিল। তারা উসকে দিয়ে এমন একটা বিচ্ছিন্ন ঘটনার জন্ম দিল।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আহতদের দেখতে বিকেলে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়সহ আমরা তাদের বাসায় গিয়েছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষ্যে আয়োজিত এক সভায় হিন্দু ধর্মাবলম্বীদেরকে মদমুক্ত পূজা উদযাপন করতে বলেন সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।
এ সময় পূজা চলাকালে মদ খেয়ে মণ্ডপে নাচানাচি না করে মাদকমুক্ত পূজা আয়োজনের আহ্বান জানিয়ে এমপি বাহার বলেন, ‘পূজা চলাকালে মদ খেয়ে নাচানাচি বন্ধ করতে হবে। সারারাত নাচানাচি করে সকালে ঘুমিয়ে থাকলে চলবে না। আসুন কুমিল্লা থেকেই শুরু হোক মাদকমুক্ত পূজা আয়োজন। মণ্ডপে লিখে দেবেন ‘মাদকমুক্ত পূজা’। মদমুক্ত পূজা করলে পূজার সংখ্যা কমবে, কুমিল্লায় এত মণ্ডপ হবে না।’
এমপি বাহারের এই বক্তব্যের প্রতিবাদ জানায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ ঘটনায় বিবৃতিও দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে। গত রোববার (৮ অক্টোবর) সংগঠনের সভাপতি ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গত ৪ অক্টোবর বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূজার প্রস্তুতি উপলক্ষ্যে আয়োজিত সভায় বাহাউদ্দিন বাহার মদমুক্ত পূজা করার যে সাম্প্রদায়িক কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন, তার মধ্য দিয়ে তিনি তার সাম্প্রদায়িক চেহারায় পূজার্থীদের সামনে উন্মোচিত করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, মদ পূজার আনুষাঙ্গিক কোনো বিষয় কখনো ছিল না, আজও নেই এবং মদের জন্য পূজার সংখ্যা বৃদ্ধি হচ্ছে বলে তিনি যে উক্তি করেছেন তা তার রাজনীতিক ও মুক্তিযোদ্ধা পরিচয়কে জনসমক্ষে নিঃসন্দেহে ভূলুণ্ঠিত করেছে। কারণ কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা জনগণের ধর্মীয় অনুভূতি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য বা ব্যঙ্গ করতে পারেন না।
আরিফ আজগর/আরএআর